সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে থেকে শনিবার দুপুরে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে নগদ ১ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।
[caption id="attachment_17595" align="aligncenter" width="273"] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মোরশেদ আলম (৪০)।[/caption]
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মোরশেদ আলম (৪০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার টাকুই (রহমতপুর) গ্রামের মোঃ শাহ আলম ছেলে।
আজ সোমবার (৩০ জুন) র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ আলম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।