সিরাজগঞ্জে লরির চাপায় ড্রাইভার নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া বালসাবাড়ির জংলীপুর ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা লেগে ট্যাংকলরি উল্টে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটের সময় উল্লাপাড়া উপজেলার ০৬ নং দূর্গানগর ইউনিয়নের জুংলীপুর জোড়া ব্রিজের উপর ঢাকা-পাবনা মহাসড়কের উপর ট্যাংক লরির সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ব্রীজের উপর ট্যাংক লরিটি উল্টে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ড্রাইভার সোহাগ মিয়া(৪৫) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ড্রাইভার মোঃ সোহাগ মিয়া(৪৫) বগুড়া সদরের হালিদাপুর মাটিরডালী এলাকার মৃত লুৎফরের ছেলে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে হাইওয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।