সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

সিরাজগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ০৯ জুলাই বিকাল ৫:০৫ মিনিটের সময় র্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানা এলাকার হাটিকুমরুল বাজারের নিউ মায়ের আচল হোটেলের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার মন্ডলপাড়া গ্রামের মোঃ আব্দুর রহিম ফকিরের ছেলে মোঃ দুলাল ফকির (২৯)।

র্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।