সিরাজগঞ্জে যমুনা শিশুপার্কের যাত্রা: খুশির নতুন ঠিকানা শিশুদের জন্য

সিরাজগঞ্জে যমুনা শিশুপার্ক নির্মাণের উদ্যোগটি একটি যুগোপযোগী পদক্ষেপ হিসেবে সমাজ ও শিশুদের জন্য বিকাশের নতুন দিগন্ত খুলে দেবে। এটি হবে শিশুদের হাসির ঝর্ণাধারা, যেখানে তারা খেলাধুলো, আবিষ্কারের আনন্দ, পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবে এবং গ্রামীণ অর্থনীতির প্রসার ঘটবে। সরকারের তদারকি, স্থানীয় জনগণের সমন্বয় ও টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত হলে এটি শহরের একটি অমূল্য সম্পদ হয়ে উঠবে।
সিরাজগঞ্জের কোমলমতি শিশুকিশোরদের বিনোদিত করতে প্রমত্তা যমুনা নদীপাড়ের চায়নাবাঁধের তিন ও চারের বিস্তীর্ণ এলাকায় একটি আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ,যার নাম হবে যমুনা শিশুপার্ক।
বুধবার ( ২৩ জুলাই) বেলা সাড়ে এগারোটার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমেকর্মীদের সাথে সভা করে তাদের মতামত জানতে চাইলে সবাই জেলা প্রশাসক মহোদয়ের এই মহতী উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ যমুনা শিশুপার্ক নির্মাণের সকল প্রকার সহযোগিতর কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সাংবাদিক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়ক সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান।
সিরাজগঞ্জের শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে তাদের জন্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের যমুনা নদীপাড়ে আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ এ যেন এক খুশির ঝর্ণাধার বয়ে বেড়াচ্ছে সকলের হ্নদয় মনে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান বলেন, আমরা বিশ্বাস করি একটি উন্নত ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে আমাদের শিশুদের শারীরিক ও মানষিক বিকাশ নিশ্চিত করা জরুরি। এই শিশুপার্ক কেবল একটি বিনোদন কেন্দ্র নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুনাগরিক হয়ে গড়ে ওঠার পথকে প্রশস্ত করবে ইনশাআল্লাহ।
আমি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের মহতি একটি উদ্যোগ নেওয়ার জন্য। সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি-এই ধরনের আরও উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার জন্য।
কারণ, সকল শিশুদের জন্য নিরাপদ হাসিমুখই হোক আমাদের সবচেয়ে বড় অর্জন।
আমরা চাই, সিরাজগঞ্জ হবে একটি আধুনিক, মানবিক ও শিশু-বান্ধব নিরাপদ নগরীর আবাসস্থল এর উদাহরণ।
উল্লেখ্য গত ১৮ জুলাই তারিখে জুলাই পুনর্জাগরণি অনুষ্ঠানমালার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন চায়নাবাঁধ তিন এলাকার শেষ প্রান্তে অনুষ্ঠিত হয়েছিল।
ছবিটি চায়না বাঁধে ( ৩) জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে প্রতীকী ম্যারাথনের।