সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধর হত্যা মামলার প্রধান আসামিদের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ

সিরাজগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধর হত্যা মামলার প্রধান আসামি উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্তর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত) এর বিচারক মো. রাসেল মাহমুদ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব কুমার কুন্ডু ও সুশান্ত কুন্ডু শান্তকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী তাদের জামিনের জন্য আবেদন করলে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবী এর তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, নিহত সুপ্রীতি সূত্রধর সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা বাবুল কুমার সূত্রধরের কন্যা এবং মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের মুক্তারপাড়া সিরাজী রোডে অবস্থিত গোপাল কুন্ডুর বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় সুপ্রীতি সূত্রধরের পরিবারে পক্ষ থেকে উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্তর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রেমিক উৎসব ও তার ভাই শান্তর মানসিক চাপ এবং প্ররোচনার কারণেই সুপ্রীতি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।
মামলার বাদী ও সুপ্রীতির বাবা বাবুল কুমার সূত্রধর আদালতের আদেশ সন্তোষ প্রকাশ করে বলেন, এর আগে আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হুমকি দিয়েছে। এমনকি তারা গোপনে ভারতে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল। আমরা বিষয়টি আদালতের কাছে তুলে ধরলে আদালত তা আমলে নিয়েছেন এবং তাদের পুনরায় কারাগারে প্রেরণ করেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমি আমার মেয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।
বাদীপক্ষের আইনজীবী আইনজীবী এডভোকেট মরিয়ম রহমান উর্মি বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের দুজনের জামিন বাতিল করে cw মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। আমরা আশা করি, দ্রুত এই মামলার বিচারকার্য সম্পন্ন হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।