সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারশীপ পাওয়া মোছা: বিপাশা ইয়াসমিন তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রমূলক ডিলারশীপ বাতিলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার একঊ (২৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় নিজ ডিলারশীপ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় বিপাশা ইয়াসমিন বলেন, সরকারি নিয়ম মেনে সঠিক প্রক্রিয়ায় তিনি ডিলারশীপ পান। অপরদিকে একই এলাকার শামছুন নাহারের আবেদনে ভাড়াকৃত দোকানের বৈধ কাগজপত্র ও চুক্তিপত্র না থাকায় উপজেলা প্রশাসন যাচাই-বাছাই শেষে তা বাতিল করে।
তিনি অভিযোগ করে বলেন, এর জেরে শামছুন নাহার ও তার সহযোগীরা গত ২০ ও ২১ আগস্ট কিছু অনলাইন মাধ্যমে ‘দ্যা পিপলস নিউজ’-এ তার বিরুদ্ধে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, “এর মাধ্যমে আমার ডিলারশীপ বাতিলের চেষ্টা চলছে। এতে শুধু আমি নই, আমার পরিবারও সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এসময় তিনি মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনের মাধ্যমে সত্য যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিপাশা ইয়াসমিনের স্বামী ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিমও বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, এলাকায় কিছু ব্যক্তি বিএনপি পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে। এর আগে একই কায়দায় তার ভাতিজা রুহুল আমিনকে দিয়ে ভিডিও সাক্ষাৎকার প্রচার করানো হলেও পরে তা ভুল প্রমাণিত হয়েছে।