সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দিকে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন হল রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৩১ জুলাই দলের কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর আগমনে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে যে জনসভা অনুষ্ঠিত হবে, তা যেন শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সাথে সফল করা যায়, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাঠভর্তি নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করে জনসভাকে সফল করতে হবে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শান্তিপূর্ণভাবে এবং দায়িত্বশীলভাবে এই জনসভা সম্পন্ন করবো।