সিরাজগঞ্জে বাসা থেকে গাভীন গরু চুরি

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় গভীর রাতে বাসগৃহ সংলগ্ন গোয়ালঘর থেকে একটি মূল্যবান গাভীন গরু চুরির ঘটনা ঘটেছে।
রোবিবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক খান জানান, রাত ১২টার দিকে আমি গোয়ালঘরের তালা লাগিয়ে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি তালা খোলা, গরু নাই। চারপাশ খুঁজে কোথাও পেলাম না। প্রায় ২ লাখ টাকা দামের গাভীন গরুটা ছিল, আমি খুবই হতাশ।
তিনি আরও বলেন, এখনও থানায় লিখিত অভিযোগ দেইনি, তবে খোঁজ নিচ্ছি এলাকায়। এটা পরিকল্পিত চুরি হতে পারে বলে আমার ধারণা।
এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ করলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকাটিতে সাম্প্রতিক সময়ে ছোটখাটো চুরির ঘটনা বেড়েছে। তারা নিয়মিত রাতের পাহারার দাবি জানিয়ে বলেন, পুলিশের টহল বাড়ানো দরকার।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। গরুটির সন্ধানে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন গ্রাম ঘুরে খোঁজ করছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের না হলেও, স্থানীয় জনসাধারণ দ্রুত আইনানুগ পদক্ষেপ ও তদন্ত দাবি করেছে।