সিরাজগঞ্জে তারেক রহমানবিরোধী অপপ্রচারের প্রতিবাদে উত্তাল শ্রমিক দল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার’ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বিষা শেখের নেতৃত্বে শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি এস এস রোড প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌর মুক্তমঞ্চের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, “সরকার পরিকল্পিতভাবে স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের মানুষের ভরসাস্থল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড দেশের জাতীয়তাবাদী শক্তি কোনোভাবেই মেনে নেবে না।
তিনি আরও বলেন, আজ সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজিতে দেশ ছেয়ে গেছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অবিলম্বে এই সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, জেলা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সবুজ এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু ওয়াহাব, সাংগঠনিক মনিরুজ্জামান মনি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।