সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার সময় এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেড়ীবাঁধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চর কাপনা গ্রামের মোঃ রইচ উদ্দিনের ছেলে মোঃ শাহজাহান আলী (৪৫), অষ্টআশিরচর গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ শহর আলী (৩২), ভগবতীপুর গ্রামের মৃত হাচেন মিস্ত্রির ছেলে মোঃ আঃ মালেক (৫৬), উভয় কুড়িগ্রাম সদর উপজেলার স্থায়ী বাসিন্দ ও সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার তেবাড়িয়া চর গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের ছেলে মোঃ মোজাম্মেল সরকার (৬০)।
তল্লাশিকালে তাদের কাছ থেকে সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন বলেন, মাদকমুক্ত সিরাজগঞ্জ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না।