সিরাজগঞ্জে চুরির মহামারি: সাংবাদিকের মোটরসাইকেল চুরি, নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ

সিরাজগঞ্জে দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে চুরির ঘটনা। শহরের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে চুরি, ছিনতাই ও যানবাহন চুরির মতো অপরাধ। এতে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের স্টেশন রোড এলাকার মৌসুমী সিনেমা হলের সামনে ঘটে যায় আরেকটি হৃদয়বিদারক ঘটনা। রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে দৈনিক আলোকিত প্রতিদিনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ওয়াসিমের মালিকানাধীন একটি হিরো ইগনিটর ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ফাঁকা করে পালিয়ে যায় চোরচক্র।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন স্থানে একের পর এক চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের তৎপরতা তেমন চোখে পড়ছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি চুরি মামলা আদায় করা হয়েছে ।
ক্ষতিগ্রস্ত সাংবাদিক ওয়াসিম সেখ বলেন, আমি মাত্র কয়েক মিনিটের জন্য মোটরসাইকেলটি রেখে একটি কাজে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, আমার বাইকটি নেই। এমন ঘটনা সত্যিই হতাশাজনক। সাংবাদিকের গাড়ি পর্যন্ত নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের কি অবস্থা-এটা আমাদের সবার জন্য উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, আমি সাংবাদিক হিসেবে প্রতিদিন খবর সংগ্রহে শহরের বিভিন্ন জায়গায় যাই। এখন নিজেই ভুক্তভোগী হয়ে বুঝতে পারছি, নিরাপত্তার অভাব কতটা ভয়াবহ। আমি দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন,
“মামলাটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই চোরচক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।
তিনি আরও বলেন, শহরের নিরাপত্তা জোরদার করতে টহল বৃদ্ধি করা হচ্ছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশের কার্যক্রম আরও তৎপর করা হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী হেলাল বলেন, সিরাজগঞ্জ শহরে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। বাজার, রেলস্টেশন ও সিনেমা হল এলাকার নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। পুলিশের টহল যদি নিয়মিত হয়, তাহলে এমন ঘটনা অনেকটা কমে আসবে।
সাধারণ পথচারী সুমন হোসেনের বলেন একজন সাংবাদিকের বাইক পর্যন্ত যদি নিরাপদ না থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর ভূমিকা নেওয়া উচিত।
নাগরিকদের দাবি, অবিলম্বে এসব চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরচক্রকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি
০১৬০১৭২১৬৭৩