সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রংতুলি শ্রমিক ফেডারেশন। সংগঠনটির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
বাংলাদেশ রংতুলি শ্রমিক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নাজমুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হান্নান আকন্দর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ রানা শেখসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ নাজমুল শেখ বলেন, রংতুলি শ্রমিকরা সমাজের সৌন্দর্য বর্ধনে কাজ করলেও অনেক সময় তারা নিজেরা অবহেলিত থেকে যান। বিশেষ করে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ শ্রমিকদের হিমশিম খেতে হচ্ছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অসহায় ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য। আগামীতেও আমরা শ্রমিকদের যেকোনো বিপদে পাশে থাকব।
উপদেষ্টা ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, সংগঠন মানেই শুধু নিজেদের দাবি আদায় নয়, বরং একে অপরের বিপদে এগিয়ে আসা। বাংলাদেশ রংতুলি শ্রমিক ফেডারেশন সেই মানবিক দৃষ্টান্তই স্থাপন করল। আমরা চাই সিরাজগঞ্জের প্রতিটি বিত্তবান মানুষ ও সামাজিক সংগঠন এভাবে অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াক।
উপহার বিতরণ আলোচনা সভা শেষে উপস্থিত অসহায় শ্রমিকের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত শ্রমিকরা। তারা জানান, শীত ও অভাবের এই সময়ে এই খাদ্য সহায়তা তাদের জন্য অনেক বড় পাওয়া।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ঐক্য বজায় রাখা এবং শ্রমিকদের নায্য অধিকার আদায়ে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।