সিরাজগঞ্জে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন হাজী আব্দুস সাত্তার

অসহায়, দুঃস্থ ও বিধবা নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন ও সনদ বিতরণ করেছেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুস সাত্তার।
শনিবার (২৩ আগস্ট) সকালে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অতিথিরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে হাজী আব্দুস সাত্তার বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। আজ যেসব মায়েদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছি, তারা যেন নিজেদের পরিবারকে সমৃদ্ধ করতে পারে এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে পারে—এটাই আমার কামনা।”
মেশিনপ্রাপ্ত বিধবা রাশিদা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো ছিল কষ্টকর। এই মেশিনের মাধ্যমে আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারছি। হাজী সাত্তার সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি।”
আরেক উপকারভোগী শান্তনা খাতুন বলেন, “এখন আর কাজের চিন্তা করতে হবে না। ঘরে বসে সেলাইয়ের কাজ করে আমি পড়াশোনার খরচ চালাতে পারব। আমাদের মতো অসহায়দের জন্য এমন সহযোগিতা সত্যিই আশীর্বাদ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকতেল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম খান রানা, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী সাজা, সাধারণ সম্পাদক হিলটন খন্দকার, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
শেষে উপকারভোগীরা সেলাই মেশিন হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাজী আব্দুস সাত্তারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।