নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র (সিপিবি) আয়োজনে 'গণতন্ত্র অভিযাত্রা' অনুষ্ঠিত হয়েছে৷ এতে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জানমালের নিরাপত্তা, চাঁদাবাজি- দখলদারিত্ব-দুর্নীতি বন্ধ করা এবং জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়। শুক্রবার (২৪জানুয়ারি) বিকেলে এই অভিযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর। সংগঠনের যুগ্ন-সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি'র সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি নুরে আলম খান প্রমুখ।
আলোচনাকালে বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। দেশে গণতন্ত্রের চর্চা না থাকার কারণে রাজনীতির কোন পরিবেশ নাই। জান-মালের কোন নিরাপত্তা নাই। দিনে দুপুরে সাধারণ মানুষ খুন হচ্ছে, শিক্ষাঙ্গনে এখনো সরকারি বই পায়নি শিক্ষার্থীরা। এই দৃশ্য দেখার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আর কত মানুষ না খেয়ে থাকলে সরকারের টনক নড়বে? এ সকল বিষয় দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সেই সাথে আমরা জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি