নাটোরের সিংড়ায় অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করায় অভিযুক্ত যুবক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছেন র্যাব। সোমবার বিকেলে বগুড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। পরে সন্ধ্যায় তাকে সিংড়া থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযুক্ত ধর্ষক ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের ছেলে। ঘটনার পর থেকে রবিউল পলাতক ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা এবং নির্যাতিত গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। অপরদিকে অভিযুক্ত ধর্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত শনিবার ছোট চৌগ্রাম বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ধর্ষক রবিউল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার ছোট চৌগ্রামে গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরতে যায়। সেই সুযোগে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী রবিউল ইসলাম।