সাভারে পুলিশের পৃথক অভিযানে পিকআপ, দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য ও চুরি যাওয়া নগদ ৭ লাখ টাকা উদ্ধারসহ এক চুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ।
সংবাদ সম্মেলন থেকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় পিকআপ ও দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে। এসময় পিকআপ ও দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো ৫ ডাকাত সদস্য।
এছাড়া পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গত ১০ই ফেব্রুয়ারী সাভারের আনন্দপুর এলাকায় সাইফুল ইসলাম নামে একটি ব্যক্তির বাড়ির আলমারি থেকে ৮ লাখ ৭০ হাজার টাকা চুরি হয়। এই ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি বিশ্লেষণ করে প্রতবেশী ইদ্রিস খান মানিককে গ্রেফতার করে। পরে তার হেফাজতে থাকা চুরি যাওয়া টাকা থেকে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।