London ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সান্তোস ছেড়ে আবারও বার্সেলোনায় ফিরবেন নেইমার?

অনলাইন ডেস্ক

সেই ২০১৩ সালে কৈশোরে ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন নেইমার। ক্যারিয়ারের এই অবস্থায় তিনি আবারও ফিরেছেন সান্তোসে। ব্রাজিলের ক্লাবটির সঙ্গে তার ছয় মাসের চুক্তি হয়েছে। এর মাঝেই গুঞ্জন ছড়িয়েছে যে, ছয় মাস পর ফ্রি ট্রান্সফারে নেইমার নাকি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন!

ব্রাজিল সুপারস্টারকে ঘিরে এই গুঞ্জনের পেছনে আছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। দলবদলের খবরের জন্য রোমানো বেশ বিশ্বস্ত এক নাম। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন রোমানো। দুটি পোস্টই রীতিমতো ইঙ্গিতপূর্ণ।

প্রথম পোস্টে দেখা যাচ্ছে- নেইমার ও লামিনে ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টোমুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না।’ পরের পোস্টে নেইমারের ছবি পোস্ট করে রোমানো স্পষ্ট করে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

স্প্যানিশ মিডিয়াগুলো বলছে, আসলে ইউরোপিয়ান ফুটবলে ফিরতেই নেইমার নাকি সান্তোসে গেছেন। সেখানে ছয় মাস খেলে ৩৩ বছর বয়সী সুপারস্টার প্রমাণ করতে চান যে, তিনি এখনো ইউরোপিয়ান লিগে খেলার সামর্থ রাখেন। আগামী গ্রীষ্মকালীন দলবদলের বার্সা নাকি একজন লেফট উইঙ্গার কিনতে চায়। এদিকে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গেও নাকি নেইমারের বেশ ভালো সম্পর্ক আছে।

স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে দুটি শর্ত বেঁধে দিয়েছেন বার্সা সভাপতি লাপোর্তা। প্রথমত, বার্সার আর্থিক অবস্থা ভালো না থাকায় অবশ্যই ফ্রি এজেন্ট হিসেবে আসতে হবে। আর দ্বিতীয়ত, সেই খেলোয়াড়ের শারীরিক ফিটনেস ভালো হতে হবে। তাই বার্সায় আসতে চাইলে সান্তোসে ফ্রি এজেন্ট হওয়ার আগেই চোটপ্রবণ নেইমারকে ফিটনেস ফিরে পেতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
২৩
Translate »

সান্তোস ছেড়ে আবারও বার্সেলোনায় ফিরবেন নেইমার?

আপডেট : ১২:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

সেই ২০১৩ সালে কৈশোরে ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন নেইমার। ক্যারিয়ারের এই অবস্থায় তিনি আবারও ফিরেছেন সান্তোসে। ব্রাজিলের ক্লাবটির সঙ্গে তার ছয় মাসের চুক্তি হয়েছে। এর মাঝেই গুঞ্জন ছড়িয়েছে যে, ছয় মাস পর ফ্রি ট্রান্সফারে নেইমার নাকি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন!

ব্রাজিল সুপারস্টারকে ঘিরে এই গুঞ্জনের পেছনে আছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। দলবদলের খবরের জন্য রোমানো বেশ বিশ্বস্ত এক নাম। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন রোমানো। দুটি পোস্টই রীতিমতো ইঙ্গিতপূর্ণ।

প্রথম পোস্টে দেখা যাচ্ছে- নেইমার ও লামিনে ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টোমুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না।’ পরের পোস্টে নেইমারের ছবি পোস্ট করে রোমানো স্পষ্ট করে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

স্প্যানিশ মিডিয়াগুলো বলছে, আসলে ইউরোপিয়ান ফুটবলে ফিরতেই নেইমার নাকি সান্তোসে গেছেন। সেখানে ছয় মাস খেলে ৩৩ বছর বয়সী সুপারস্টার প্রমাণ করতে চান যে, তিনি এখনো ইউরোপিয়ান লিগে খেলার সামর্থ রাখেন। আগামী গ্রীষ্মকালীন দলবদলের বার্সা নাকি একজন লেফট উইঙ্গার কিনতে চায়। এদিকে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গেও নাকি নেইমারের বেশ ভালো সম্পর্ক আছে।

স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে দুটি শর্ত বেঁধে দিয়েছেন বার্সা সভাপতি লাপোর্তা। প্রথমত, বার্সার আর্থিক অবস্থা ভালো না থাকায় অবশ্যই ফ্রি এজেন্ট হিসেবে আসতে হবে। আর দ্বিতীয়ত, সেই খেলোয়াড়ের শারীরিক ফিটনেস ভালো হতে হবে। তাই বার্সায় আসতে চাইলে সান্তোসে ফ্রি এজেন্ট হওয়ার আগেই চোটপ্রবণ নেইমারকে ফিটনেস ফিরে পেতে হবে।