সান্তাহারে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর স্কুল চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি মহিদুল ইসলাম রাজিব ও উপদেষ্টা পরিষদের সদস্য নাজমুল হুদা নজো।
কর্মসূচির অংশ হিসেবে বনজ, ফলদ ও ওষুধি প্রজাতির প্রায় ২৫০টি গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা ও সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, জিল্লুর রহমান, শিক্ষক কারমান আলী, ব্যবসায়ী জুয়েল রানা, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, অর্থ সম্পাদক মোঃ আব্দুল আজিজ মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর আহম্মেদ ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ মন্ডল, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান সবুজ এবং সদস্য মোঃ বাপ্পী ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চারা রোপণ করা হয় প্রান্নাথপুর গ্রামের ঈদগাহ মাঠ, গ্রামীণ রাস্তা ও বিশ্বরোড সংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। সংগঠনের সদস্যরা দিনব্যাপী পরিশ্রম করে এই কর্মসূচি সফল করেন।
দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের সভাপতি মহিদুল ইসলাম রাজিব বলেন, “এলাকায় এ ধরনের কোনো বৃক্ষরোপণ কর্মসূচি আগে কখনও হয়নি। পরিবেশ রক্ষায় সবাই মিলে গাছগুলোর পরিচর্যা করব। আশা করছি গাছগুলো পরিবেশে ভারসাম্য আনবে।”
অর্থ সম্পাদক আব্দুল আজিজ বলেন, “এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য ফলজ গাছ থেকেও উপকার মিলবে।”
উপদেষ্টা সদস্য নাজমুল হুদা নজো বলেন, তরুণদের এমন ইতিবাচক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, এর আগেও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষের সেবায় ইতিবাচক ভূমিকা রেখেছে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন। সংগঠনটি সামাজিক উন্নয়ন ও মানবসেবায় নিয়মিত কাজ করে যাচ্ছে।