প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৩১ পি.এম
সানি লিওনের নামে প্রতারণা
ভারতের ছত্রিশগড় রাজ্যে ভারত সরকার বিবাহিত নারীদের মাসিক ভাতা দেয়। ‘মাহতারি বন্দনা যোজনা’ নামে চলছে প্রকল্পটি। এবার অভিযোগ উঠেছে ওই রাজ্যের বস্তার অঞ্চলের তালুর গ্রামে বলিউড অভিনেত্রী সানি লিওনের নামে অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তি প্রতি মাসে এক হাজার রুপি নিচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনো টাকা পাঠানো হচ্ছে না। তবে এখনো গ্রেপ্তার হননি বীরেন্দ্র। জানা যায়, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম এই বিষয়ে জানতে পারে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে তাদের। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে সানি লিওনের তরফ থেকে কোনো কিছু এখনো জানানো হয়নি। এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক সিনেমা ও দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে।
Copyright © 2025 Londonbdtv.co.uk. All rights reserved.