সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর ২০২৪ তৃতীয় সেমিস্টার/বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার সকাল ১২টায় স্কুল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সম্মানিত পরিচালক দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মুহিবুর রহমান সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব পরিচালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মাওলানা যুবায়ের আহমদ। সভায় প্রধান শিক্ষক ২০২৪ সনের ফলাফলের মোড়ক উন্মোচন করার জন্য অতিথি বৃন্দকে কাছে ফলাফল হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সম্মানিত পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, প্রধান বক্তার লতিফিয়া শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আমিরুল ইসলাম খাঁন, বিশেষ অতিথির রেবতী রমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর পরিচালক আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হীরন, মুফিজুল ইসলাম সারজুল, রেবতী রমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ, রিপন কুমার পাল টিটু, লন্ডন প্রবাসী মোঃ কামাল আহমদ, পর্তুগাল প্রবাসী সেবুল আহমদ, পর্তুগাল প্রবাসী তানজীব আহমদ, সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক নূরউদ্দিন রাসেল, সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন, মোঃ আনোয়ার আলী মুহিনুল ইসলাম ইমন আরো বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মিসেস মাছুমা বেগম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রাইয়্যান আহমদ রাফি সহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী।
সভায় ২০২৪ সনে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শ্রেষ্ট শিক্ষকের পুরষ্কার গ্রহণ করেন সহকারি শিক্ষক মোঃ মঞ্জুর আহমদ, শ্রেষ্ঠ অভিভাবকের পুরষ্কার গ্রহণ করেন সম্মানিত অভিভাবক জায়েদ হোসেন ও সীমা রাণী বৈদ্য, তাছাড়া সভায় শ্রেষ্ট ফলাফল, সর্বোচ্চ উপস্থিত, জি পি এ ৫ প্রাপ্তদের পুরষ্কার প্রধান করা হয়।
অনুষ্ঠানে কাপ্তান হোসেন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
সভায় সম্মানিত অভিভাবক মন্ডলী সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও স্বাথর্ক করায় সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়