১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তার পক্ষে এডিসি (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনোনয়ন পত্র গ্রহণ করেন।
বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিগত দিনে কয়েকটি দলের প্রার্থীরাই ঘুরেফিরে তালা-কলারোয়ায় নির্বাচিত হয়েছেন। তবে তারা তালা-কলারোয়ার উন্নয়নে উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখেননি।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম আরও বলেন, তিনি নির্বাচিত হলে তালা-কলারোয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি এলাকার প্রতিটি সেবা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় এনে সব ধরণের নাগরিক সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিকে চান।
এলাকার যুব সমাজের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করার কথা বলে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তিনি তালা-কলারোয়ার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সর্বাধিক গুরুত্ব দিতে চান। যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও বিদেশে পাঠাতে প্রতিটি ইউনিয়নে তিনি প্রকল্প গ্রহণ করতে চান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে তালা-কলারোয়ার প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। তাছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে তিনি প্রতিটি ওয়ার্ডে খেলাধুলা ও বিনোদন কেন্দ্র স্থাপন করবেন এবং এ ব্যাপারে প্রবাসীদেরকে এলাকার উন্নয়নে বিভিন্নভাবে সম্পৃক্ত করবেন।
মনোনয়ন পত্র জমাদানের সময় এ্যাডঃ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহবায়ক মোঃ আলিমুর রহমান, সদস্য সচিব মোঃ আদম আলী, সদর উপজেলা কংগ্রেসেন আহবায়ক মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাপক নাজমুস সাদত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মাস্টার আতিয়ার রহমান, কবি হায়দার আলী শান্ত, আতিকুর রহমান মিন্টু প্রমুখ।
উল্লেখ্য এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী। কলারোয়া উপজেলার ৫ নং কেড়াগাছী ইউনিয়নের আইচপাড়ায় জন্ম গ্রহণকারী ইয়ারুল ইসলাম স্থানীয় হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।