সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবুল কাসেম আকন্দ, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরা আকতার নেলি, কেন্দুয়া জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম ও সাধারণ সম্পাদক কাউসার তালুকদার।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হারেছ উদ্দিন ফকির, রফিকুল ইসলাম,রাখাল বিশ্বাস, আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক, ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুছ লালচান, মুক্তিযোদ্ধার সন্তান শুভ্র প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার পুনরাবৃত্তি না ঘটে।