সাংবাদিক আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে জেলার সাংবাদিক সমাজ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভি এবং আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এসআই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ-এর স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে বারবার কৈফিয়ত তলব করা হয়। পরবর্তীতে স্থানীয় যুবনেতা আবু জাহিদ সোহাগ ও সাবেক যুবনেতা সাদিক আনোয়ার ছোট্টু তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন।
আরিফুল ইসলাম এ বিষয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়রি (নং ৪১৯, তারিখ: ১১/৩/২৫) করেন। কিন্তু এর জেরে কথিত এক নারী, মাজেদা খাতুন, তার বিরুদ্ধে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ উঠেছে, কোনো ধরনের তদন্ত ছাড়াই আদালত আশাশুনি থানাকে মামলাটি এফআইআর আকারে গ্রহণের নির্দেশ দিয়েছে।
বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিককে হয়রানির পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে কয়েকশ সাংবাদিক অংশ নেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।