সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন লাঙ্গলমোড়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়ান হোসেন (৪)। সে ওই গ্রামের মোঃ হাসান আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে খেলার ছলে বসতবাড়ির পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যায় আয়ান। খেলার সময় আয়ানকে খুঁজে না পেয়ে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুরে তল্লাশি চালালে পানির নিচ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে এক গ্রাম্য চিকিৎসককে ডেকে আনা হয়, যিনি শিশুটির পাল্স পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুটি খেলার সময় পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায় বলে জানা গেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়া দরকার।
আয়ানের পিতা মোঃ হাসান আলী জানান, সকালবেলায় ওর মা কাজে ব্যস্ত ছিলেন। আয়ান সবার চোখের আড়ালে কখন যে পুকুরের পাশে চলে গিয়েছিল তা কেউ বুঝতেই পারেনি। কিছুক্ষণের মধ্যেই এমন দুঃসংবাদ আমাদের জীবন থেকে সবকিছু ছিনিয়ে নিলো।
স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বর্ষাকালে গ্রামীণ পুকুর, খাল-বিলসহ জলাধারগুলোর চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রতি বছরই এমন করুণ দুর্ঘটনার শিকার হচ্ছে অসংখ্য শিশু। সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই পারে এ ধরনের মৃত্যুর হার কমিয়ে আনতে।