চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানায় আবহাওয়া অফিস। দিনে ঘন কুয়াশা থাকবে, একই সঙ্গে শীতের তীব্রতা থাকবে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল থেকেই কুয়াশার দাপট। সেই সঙ্গে কমেছে তাপমাত্রা। আর তাতে বেড়েছে শীত।
আবহাওয়াবিদ বজলুর রশিদ মানবজমিনকে বলেন, ‘আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কম থাকবে। সেজন্য শীতের অনুভূতি বেশি থাকবে।’
আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানান তিনি।