London ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়: ফখরুল

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরে সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষমা চাইলে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে বলে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটি কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন? তখন উপস্থিত নেতাকর্মীরা ‘না না’ বলে জবাব দেন।

বিএনপি মহাসচিব বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় এটিই প্রমাণিত হয়েছে যে, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়।

তিনি বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কি না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও ১/১১–এর চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, নতুন দলকে বিএনপি স্বাগত জানায়। কিন্তু সরকারে থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে দেশের জনগণ তা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছেন তা কেউ মানবে না।

মির্জা ফখরুল বলেন, এদেশের রাজনীতিতে মহান, মহৎ ও বিরাট অংশ নির্মাণ করেছে ছাত্র রাজনীতি। বাংলাদেশের তরুণরা বুকের রক্ত দিয়ে এ দেশকে শত্রুমুক্ত করেছে। তাদের সেই আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, আজকে গোটা বিশ্বের রাজনীতি ডানের দিকে অগ্রসর হচ্ছে। জনগণও সেদিকে এগিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের রাজনীতি করতেন। ছাত্রদলের ওপর তারেক রহমানের বিরাট আস্থা রয়েছে। ছাত্র রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের নেতাকর্মীদের সচেষ্ট হতে হবে। সোশ্যাল মিডিয়ায় তাদের আরও অ্যাকটিভ থাকতে হবে।

সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
Translate »

সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়: ফখরুল

আপডেট : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরে সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষমা চাইলে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে বলে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটি কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন? তখন উপস্থিত নেতাকর্মীরা ‘না না’ বলে জবাব দেন।

বিএনপি মহাসচিব বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় এটিই প্রমাণিত হয়েছে যে, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়।

তিনি বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কি না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও ১/১১–এর চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, নতুন দলকে বিএনপি স্বাগত জানায়। কিন্তু সরকারে থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে দেশের জনগণ তা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছেন তা কেউ মানবে না।

মির্জা ফখরুল বলেন, এদেশের রাজনীতিতে মহান, মহৎ ও বিরাট অংশ নির্মাণ করেছে ছাত্র রাজনীতি। বাংলাদেশের তরুণরা বুকের রক্ত দিয়ে এ দেশকে শত্রুমুক্ত করেছে। তাদের সেই আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, আজকে গোটা বিশ্বের রাজনীতি ডানের দিকে অগ্রসর হচ্ছে। জনগণও সেদিকে এগিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের রাজনীতি করতেন। ছাত্রদলের ওপর তারেক রহমানের বিরাট আস্থা রয়েছে। ছাত্র রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের নেতাকর্মীদের সচেষ্ট হতে হবে। সোশ্যাল মিডিয়ায় তাদের আরও অ্যাকটিভ থাকতে হবে।

সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ বক্তব্য রাখেন।