সরকারী কাজে বাধার অপরাধে বি এনপি নেতার ভ্রাম্যমান আদালতে জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় ভ্রাম্যমান আদালতে প্ররিচালনায় বাঁধা প্রদান ও অসাধ, আচরনের দায়ে এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
জানা যায় ১৮ মার্চ মঙ্গলবার সকাল১১টার সময় আলফাডাঙ্গা পৌরসদর বাজারে, মেসার্স কচি এন্টারপ্রাইজ এর সিমেন্ট বোঝাই ট্রাক দিনের বেলায় মাল খালাসের সময় রাস্তায় যানজট সৃষ্টি করাকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম রায়হানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বাধা প্রদান ও তার সাথে তিন দফা বাকবিতন্ডায় লিপ্ত হোন আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বাজারের ধান ব্যবসায়ী মো. ইস্রাফিল মোল্যা।
এ সময় নির্বাহী ম্যাজিস্টেট , বি এন পি নেতা ইস্রাফিল মোল্লা কে আটক করার নির্দেশ দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় বাধা দেওয়ার সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয় তাদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় সরকারি কর্মচারীকে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে হয়রানি করার হুমকি দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ, কে, এম রায়হানুর রহমান।