সরকারিকরণের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে স্লোগান দেন তারা।
কলেজের এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের আড়াই শতাধিক শিক্ষার্থী বুধবারের আন্দোলনে অংশ নেন।
শিক্ষার্থীরা এসময় আমাদের দাবি, ‘আমাদের দাবি, সরকারি সরকারি’, ‘তুমি কে আমি কে, ভুক্তভোগী ভুক্তভোগী’ স্লোগান দেন। এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে অনেককে প্ল্যাকার্ড হাতে নিয়েও স্লোগান দিতে দেখা যায়।