বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় সরগরম বলিউড। শাহরুখ-সালমান থেকে শুরু করে বি-টাউনের বড় বড় তারকারা অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। এরই মাঝে অভিনেত্রী উর্বশী রাউতেলা অসংবেদনশীল মন্তব্য করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন। যে ঘটনায় চাপের মুখে পড়ে এবার ক্ষমা চাইলেন উর্বশী। সম্প্রতি উর্বশী এক সাক্ষাৎকারে তার ‘ডাকু মহারাজ’ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলার সময় সাইফকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন। অভিনেতার ওপর হামলা নিয়ে কথা বলার সময় নিজের হীরার ঘড়ি দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন উর্বশী। আর তাতেই তীব্র ট্রলের মুখে পড়েন তিনি। এই ঘটনায় পতৌদি নবাব সাইফ আলী খানের কাছে ক্ষমা চেয়ে অভিনেত্রী বলেন, তিনি আসলে ঘটনার গুরুত্ব ঠিক বুঝে উঠতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় লেখা খোলা চিঠিতে উর্বশী লেখেন, প্রিয় সাইফ আলী খান স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে এই চিঠিটি লিখছি। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তার গুরুত্ব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তাই আমি বিব্রত বোধ করছি। আসলে আমি নিজের ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে তৈরি হওয়া উত্তেজনায় আর আমার পাওয়া উপহারের মধ্যে ডুবে ছিলাম। উর্বশী আরও লেখেন, আমি এই বিষয়টি নিয়ে অসংবেদনশীল হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।