সমাবেশের ভিড়ে ঢুকে পড়া শিশুকে মানবিকভাবে উদ্ধার করলেন “নেছার উদ্দিন রাব্বি”

লালবাগ থানা ছাত্রদলের চলমান সমাবেশে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনের বিপ্লবী সদস্য-সচিব নেছার উদ্দিন রাব্বি। সমাবেশ চলাকালে অসাবধানতাবশত এক পথভ্রষ্ট শিশু ভিড়ের মধ্যে ঢুকে পড়লে রাব্বি দ্রুত এগিয়ে এসে শিশুটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার দায়িত্ব গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের স্লোগান আর ভিড়ে প্রথমে শিশুটিকে দেখে অনেকেই বিস্মিত হন। পরিস্থিতি বুঝতে পেরে নেছার উদ্দিন রাব্বি শিশুটির পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন ও কোমল আচরণে তার ভয় দূর করেন। এরপর সমাবেশের দায়িত্ব পালনের মাঝেই শিশুটির হাত ধরে নিরাপত্তার সাথে তাকে ভিড়ের বাইরে নিরাপদ দূরত্বে নিয়ে যান।
শিশুটির সঙ্গে কথা বলে তার পরিচয় ও বাড়ির তথ্য জানার চেষ্টা করেন রাব্বি।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “সমাবেশের ব্যস্ততার মাঝেও রাব্বি ভাই যেভাবে শিশুটিকে আগলে রেখেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তার এই মানবিক আচরণ ছাত্রদলের আদর্শকে আরও উজ্জ্বল করেছে।”























