সদরপুরে জাকের পার্টির ইসলামী সম্মেলন

বিশ্বওলী হযরত শাহসূফী মাওলানা মুহাম্মদ হাসমতউল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে জাকের পার্টির আয়োজনে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনটি ৮ ফেব্রুয়ারি ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো আশেকান জাকেরান, ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ বাস, লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে কাফেলা করে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবারে সমবেত হচ্ছেন।
জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি আব্দুল রাজ্জাক বেপারী জানান, সম্মেলনে আগত জাকেরানদের ইবাদত-বন্দেগি ও থাকার জন্য দরবার শরীফের বিশাল ময়দানে শামিয়ানা টানানো হয়েছে। এছাড়াও অজুখানা, খাবার মাঠ, পাকশালা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দরবার শরীফে আগত ভক্ত-মুসল্লিদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও দায়িত্ব পালন করছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে সম্মেলন এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে কয়েক শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।
আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা জিয়ারতের পর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে চার দিনের এই ইসলামী সম্মেলন সমাপ্ত হবে