London ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক ছেড়ে জাদুঘরের সামনে আন্দোলনকারীরা, আত্মহত্যার হুমকি

অনলাইন ডেস্ক

নিয়োগের দাবিতে এবার জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) সহকারী শিক্ষক এবং ১ থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) নিবন্ধিতদের নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা। দাবি না মানলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে অবস্থান নেন তারা।

জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করবেন না তারা; বিনা কারণে গ্রেফতারদের ১ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া; আন্দোলনে পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা; ‘অবৈধ রায়’ বাতিল করে দ্রুত নিয়োগ প্রদান করা।

এছাড়া আন্দোলনরত নারীদের ওপর পুলিশের পুরুষ সদস্যদের হামলার নিন্দা জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে রাজপথে আত্মহত্যারও ঘোষণা দেন তারা।

সড়ক ছেড়ে জাদুঘরের সামনে আন্দোলনকারীরা, আত্মহত্যার হুমকি

এদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) শিক্ষকরা এবং ১ থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) নিবন্ধিতদের নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন।

দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

পুলিশের লাঠিপেটা আর জলকামান নিক্ষেপের পর ১ থেকে ১২তম এনটিআরসি নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীরা শাহবাগ মোড় ত্যাগ করেন। তবে ৪টার দিকে শাহবাগ মোড় থেকে সায়েন্সল্যাবগামী সড়ক বন্ধ করে রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা।

এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মূল সড়ক ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে করে তিন ঘণ্টারও বেশি সময় পর শাহবাগের চারটি সড়কে যান চলাচল শুরু হয়।

এরপর পুনরায় বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারী দুটি গ্রুপ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
২৩
Translate »

সড়ক ছেড়ে জাদুঘরের সামনে আন্দোলনকারীরা, আত্মহত্যার হুমকি

আপডেট : ০১:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

নিয়োগের দাবিতে এবার জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) সহকারী শিক্ষক এবং ১ থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) নিবন্ধিতদের নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা। দাবি না মানলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে অবস্থান নেন তারা।

জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করবেন না তারা; বিনা কারণে গ্রেফতারদের ১ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া; আন্দোলনে পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা; ‘অবৈধ রায়’ বাতিল করে দ্রুত নিয়োগ প্রদান করা।

এছাড়া আন্দোলনরত নারীদের ওপর পুলিশের পুরুষ সদস্যদের হামলার নিন্দা জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে রাজপথে আত্মহত্যারও ঘোষণা দেন তারা।

সড়ক ছেড়ে জাদুঘরের সামনে আন্দোলনকারীরা, আত্মহত্যার হুমকি

এদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) শিক্ষকরা এবং ১ থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) নিবন্ধিতদের নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন।

দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

পুলিশের লাঠিপেটা আর জলকামান নিক্ষেপের পর ১ থেকে ১২তম এনটিআরসি নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীরা শাহবাগ মোড় ত্যাগ করেন। তবে ৪টার দিকে শাহবাগ মোড় থেকে সায়েন্সল্যাবগামী সড়ক বন্ধ করে রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা।

এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মূল সড়ক ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে করে তিন ঘণ্টারও বেশি সময় পর শাহবাগের চারটি সড়কে যান চলাচল শুরু হয়।

এরপর পুনরায় বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারী দুটি গ্রুপ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়।