ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতারা ফ্যাসিবাদকে জীবন ও রক্ত দিয়ে বিদায় করেছে তড়িঘড়ি করে একটা নির্বাচন করার জন্য না। ছাত্ররা ফ্যাসিবাদ বিদায় করেছে রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থা সংস্কার করার জন্য। তাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি আগে প্রয়োজনীয় সংস্কার হবে পরে নির্বাচন। সংস্কার বাতিল করে তড়িঘড়ি নির্বাচন মেনে নেওয়া হবেনা।
তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ ৫ আগস্টের পর থেকে মনে এক ফ্যাসিবাদ বিদায় দিয়ে আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় আসলে এ দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না এবং দেশ থেকে বৈষম্যও দুর হবেনা। তাই জনগণ এখন বিকল্প খুঁজতে শুরু করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ৪নং মৌচাক ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান আরও বলেন বাংলাদেশের মানুষ অতিতে দেখেছে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তারাই দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসন চালিয়েছে। তারা দেশ ও দেশের মানুষের মাঝে কোন শান্তি দিতে পারেনি। এজন্য তাই মানুষ এখন ইসলামী দলের শাসন দেখতে চাচ্ছে।
ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর জেলার জয়েন্ট সেক্রেটারি মো.আল আমিন খান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন বলতে শুরু করেছে সব মার্কা শেষ ইসলামের বাংলাদেশ। তাই আমরা মনে করি আগামী নির্বাচনের আগেই যদি সকল ইসলামী রাজনৈতিক দল ও ইসলাম পন্থিরা এক হয়ে মাঠে নামতে পারি। তাহলে আগামীতে ইসলামের বিজয় হবেই। তিনি আরও বলেন, আমাদের পূর্ব পুরুষেররা বাঁশের কেল্লা নির্মাণ করে বিট্রিশদের বিরুদ্ধে আন্দোলন করে বিট্রিশদের তাড়িয়ে দিয়েছে। তাই আমরা মনে করি আমরা তাদের দেখানো পথেই ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কাঠের কেল্লা নির্মাণ করে তাদেরকে পরাজিত করবো।
উক্ত প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌচাক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল গাজীপুরীর সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেছে হাফেজ মাওলানা নাসির উদ্দিন (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখা) মো. ইলিয়াস মিয়া ( মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখা) আলহাজ্ব মো. সাদেক আলী, (সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়াকৈর উপজেলা) মো. আশরাফুল আলম সিকদার (সিনিয়র সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়াকৈর) মুফতি এমদাদুল হক সালেহী (সাধারণ সম্পাদক, জাতীয় উলামা মাশায়েক আইম্না পরিষদ, কালিয়াকৈর) মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ ( সভাপতি জাতীয় আইম্না পরিষদ, মৌচাক) প্রমুখ।