সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ জানুয়ারি ২০২৫
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য।
কথিত বাংলাদেশির সঙ্গে মেলেনি পুলিশের পাঠানো আঙুলের ছাপ: সিআইডি
সূত্রের খবর, সাইফ আলি খানের বাড়ি থেকে পাওয়া ১৯টি আঙুলের ছাপ মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়। সেখান থেকে প্রাপ্ত সিস্টেম-জেনারেটেড রিপোর্টে দেখা গেছে, আঙুলের ছাপগুলো শরিফুলের সঙ্গে মিল নেই। বিষয়টি নিশ্চিত করে মুম্বাই পুলিশকে জানিয়েছে সিআইডি ও বর্তমানে আরও নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে।
‘লুট’ হওয়া ব্যাংকগুলোর সম্পদ পর্যালোচনা করবে ৩ আন্তর্জাতিক সংস্থা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় ও ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার ‘আত্মসাতের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর সম্পদ পর্যালোচনায় তিনটি বিখ্যাত আন্তর্জাতিক অডিট ফার্মকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফার্মগুলো হলো- কেপিএমজি, আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই) ও ডেলয়েট।
বাংলাদেশ-পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ। পেশোয়ার প্রেসক্লাব পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন।
যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড, নেপথ্যে ২ যুদ্ধ
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বিক্রি রেকর্ড ৩১ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এগুলোর মধ্যে রয়েছে গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের কাছে ১ হাজার ৮৮০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রির চুক্তিও।
গাজাকে খালি করতে চান ট্রাম্প, জাতিগত নিধনের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজাকে খালি করতে চান। অবরুদ্ধ এই উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য মিশর এবং জর্ডানকে আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার এমন প্রস্তাবের কারণে গাজায় জাতিগত নিধনের আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলের বর্বরতা থেকে রেহাই পেলো না আড়াই বছরের ফুটফুটে লায়লা
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আড়াই বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেয়ে শিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল-খাতিব। অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মাও আহত হয়েছেন। তিনি এক হাতে আঘাত পেয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।
আফগানিস্তানে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানের রাজধানী কাবুলে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ইরানের কোনো শীর্ষ কর্মকর্তা আফগানিস্তানে সফর করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকাই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর একদিনের এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ রক্ষার প্রচেষ্টার অংশ।
কঙ্গোতে তুমুল সংঘর্ষে ১২ শান্তিরক্ষী নিহত
কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে সংঘর্ষে অন্তত ১২ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুসকোর দুইজন সদস্য এবং দক্ষিণ আফ্রিকান অঞ্চলের সামরিক বাহিনীর আরও কয়েকজন সদস্য রয়েছেন।
হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, ব্রাজিলের নিন্দা
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ব্রাজিলিয়ান অভিবাসীদের হাতে হাতকড়া পরানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিল। দেশটির একজন মন্ত্রী এই ঘটনাকে ব্রাজিলের নাগরিকদের প্রতি ‘স্পষ্ট অপমান’ বলে উল্লেখ করেছেন।
ইউরোপীয় ইউনিয়নে প্রথমবার কয়লাকে ছাড়ালো সৌরশক্তির ব্যবহার
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জ্বালানির উৎস হিসেবে কয়লার ওপর নির্ভরতা কমে সৌরশক্তির ব্যবহার দিনদিন বাড়ছে। গত ২৩ জানুয়ারি যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি বিষয়ক থিংক ট্যাংক এমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুতের প্রাথমিক জ্বালানি হিসেবে কয়লাকে ছাড়িয়ে গেছে সৌরশক্তি।