সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ জানুয়ারি ২০২৫
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ভারতও মনে করে বাংলাদেশের পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই: সুলিভান
বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই। এ ধরনের অভিযোগ ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে একদল সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ইতিহাসের অন্যতম ক্ষয়ক্ষতির দুর্যোগ হবে লস অ্যাঞ্জেলেসের দাবানল
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দমকলকর্মীরা এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই দাবানল আর্থিক ক্ষতির দিক থেকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল হতে চলছে।
দাবানল থেকে পালাতে গিয়ে ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এ ধরনের দাবানল আগে আর ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হাজার হাজার ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসাসহ নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।
লস অ্যাঞ্জেলেসে দাবানল/ বাসিন্দাদের ঘরে না ফেরার অনুরোধ, রাত্রিকালীন কারফিউ
ক্যালিফোর্নিয়ার দাবানলের নিয়ন্ত্রণে পানির সমস্যার বিষয়টির স্বাধীন তদন্ত চেয়েছেন সেখানকার গভর্নর। এদিকে দাবানল আক্রান্ত প্যাসিফিক প্যালিসেইড ও ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে। আগুনের কারণে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা
পর্ন তারকাকে ঘুস দেওয়ায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছিলেন দেশটির সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় এবার তাকে সাজা দেওয়া হয়েছে। তাকে দেওয়া এই সাজা আনকন্ডিশনাল ডিসচার্জ নামে পরিচিত। অর্থাৎ ট্রাম্পকে এ জন্য কারাগারে যেতে হবে না বা তাকে কোনো জরিমানাও দিতে হবে না। কিন্তু তিনি যে অভিযুক্ত হয়েছেন তা রেকর্ড হয়ে থাকবে।
জার্মানিতে আশ্রয়ের আবেদন কমেছে এক-তৃতীয়াংশ
২০২৪ সালে জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদনকারীদের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক দপ্তর জানিয়েছে, এই বছর মোট ২ লাখ ২৯ হাজার ৫৭১টি আশ্রয়ের আবেদন জমা পড়েছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
পশ্চিমবঙ্গে নতুন সদস্য সংগ্রহে ডাহা ফেল বিজেপি
কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া নতুন সদস্যপদের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে নতুন এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি সেই লক্ষ্যমাত্রার অর্ধেকও পেরোতে পারেনি। ৫০ লাখের আগেই আটকে গেছে দলটি।
মিয়ানমারের মাইটেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মিয়ানমারের মোবাইল অপারেটর মাইটেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে কোম্পানিটির আর্থিক সম্পর্ক থাকাকে নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১
ইয়েমেনে হুথিদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী সানার একটি বিদ্যুৎকেন্দ্র ও দুইটি বন্দরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
রুশ জ্বালানিখাতে নতুন করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
রাশিয়ার জ্বালানিখাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। হোয়াইট হাউজ ছাড়ার মাত্র কয়েকদিন আগে এই সিদ্ধান্ত নিলেন জো বাইডেন।