ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর পৌর বিএনপি ও সকল অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৫ জুলাই) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ষড়যন্ত্র মোকাবেলায় দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানাই আমরা।
আয়োজদের পক্ষ থেকে জানানো হয়,এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি। পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রিয়াজুল করিম সমাবেশ সঞ্চালনা করেন।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। এতে আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান,আব্দুল আহাদ,বিকাশ সরকার,খান সুমন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিদ্যুৎ সরকার,ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক
টুকন সরকার।
এই সমাবেশে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন শাওন,সদস্য সচিব সোহেল আকাশ। এতে আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম,আলাল উদ্দিন। সমাবেশে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি,যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন সহ অনেকে।