শ্যামনগরে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের ব্যাপক জনসংযোগ

আজ ১২ নভেম্বর, বুধবার সকালে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দিনব্যাপী ব্যাপক নির্বাচনী জনসংযোগ পরিচালনা করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে তিনি সাধারণ ভোটার, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গাজী নজরুল ইসলাম এ সময় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং শিক্ষকদের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
জনসংযোগে উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর হাফেজ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার, জামায়াত নেতা আশরাফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাসুম বিল্লাহ, যুব জামায়াতের নেতা মাসুমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজী নজরুল ইসলাম বলেন, “শ্যামনগরবাসীর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।”




















