ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে শেরপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশিদ পলাশ। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
জনসভায় শেরপুর-১ আসনের সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সাধারণ মানুষের পাশে থেকে জনদাবি আদায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা দলীয় নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি করেছে।