বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী সোমবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শেরপুর পৌরপার্ক থেকে জেলা বিএনপির সাবেক আহবায়ক হজরত আলীর নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে এসে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা স্লোগান দেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সংস্কার চাই, আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই ইত্যাদি শ্লোগানে মুখরিত করে মিছিলে আসা নেতা-কর্মীরা।
পরে শহরের থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় সমাবেশে জেলা ছাত্রদল,যুবদল,কৃষকদল সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।