শেরপুরের পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়।
প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদল, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে।
এরআগে শেরপুরের পাঁচটি থানার ওসিদের গত নির্বাচনের আগে এক থানা থেকে অন্য থানায় পরিবর্তন করা হয়েছিল।