গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাফিয়া (৭) নামে এক কন্যা শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইশা বেগমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাফিয়া ওই এলাকার রানা মিয়ার মেয়ে।
জানা গেছে, গত তিন মাস আগে প্রথম স্ত্রীর (রাফিয়ার মা) সঙ্গে রানা মিয়ার বিচ্ছেদ হয়। মায়ের বিচ্ছেদের পর থেকে দাদা-দাদির সঙ্গে থাকত শিশু রাফিয়া।
স্থানীয়রা জানান, রাফিয়ার মা রানা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। ইশা বেগম তার দ্বিতীয় স্ত্রী। ইশা বেগমেরও তিন বছর বয়সী একটি কন্যা রয়েছে। বুধবার বিকেলে খেলার সময় সৎ বোনের সঙ্গে রাফিয়ার মারামারি হয়। এরই জেরে ইশা বেগম রাফিয়াকে বাড়ির পাশের একটি ডোবায় নিয়ে দুই পায়ের মাঝখানে নিয়ে চুবিয়ে ধরে। এ সময় রোজিনা নামে স্থানীয় এক নারী ঘটনাটি দেখে চিৎকার করলে ইশা বেগম ডোবা থেকে উঠে চলে যায়।
ঘটনার পর স্থানীয়রা শিশু রাফিয়াকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করে। পরে পুলিশ অভিযুক্ত ইশা বেগমকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে নেয়।