সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বারাআত মাহফিলে অর্থাৎ (শবে বরাত) উপলক্ষে আয়োজিত অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন ড্রেস বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে নাম দেওয়া হয় বারাআত মাহফিলে হিবাতি মালাবিসুল জাদীদাহ্”এটি একটি আরবি-বাংলা মিশ্রিত ধর্মীয় বাক্য। এর শব্দভিত্তিক অর্থ হলো, বারাআত মাহফিল: শবে বরাত উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান
হিবাতি (هِبَتِي): উপহার হিসেবে / দানস্বরূপ
মালাবিস (مَلَابِس): পোশাক / কাপড়
জাদীদাহ্ (جَدِيدَة): নতুন
পুরো বাক্যের অর্থ: শবে বরাতের মাহফিলে উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘হিবাতি মালাবিসুল জাদীদাহ্’ কর্মসূচির আওতায় মোট ১৮০টি নতুন ড্রেস উপহার দেওয়া হয়। ‘হিবাতি মালাবিসুল জাদীদাহ্’ শব্দগুচ্ছের অর্থ হলো— শবে বরাতের মাহফিলে দানস্বরূপ নতুন পোশাক বিতরণ।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় শিয়ালকোল ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশাসক মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা।
এছাড়া উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নাজমুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম।
আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিউর রহমান মতি, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল ছালাম টুপা, সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম মুন্সি, শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সালাম, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ড্রেস পেয়ে মাদ্রাসা শিক্ষার্থী ছেলেমেয়েরা আনন্দ প্রকাশ করে। অতিথিরা বলেন, এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করবে।