শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাব শ্রদ্ধা নিবেদন করছেন। আজ ১২ টা ১ মিনিটে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন।এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, সদস্য মিজানুর রহমান মিল্টন,কৌশিক দে,আবু হেনা মোস্তফা কামাল পপলু,হেদায়েত হোসেন মোল্লা,সাইদুজ্জামান সম্রাট,জিয়াউস সাদাত সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশিয় দোসর রাজাকার আলবদর,আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।জাতীর ইতিহাসে এ দিনটি বেদনা বিধুর শহীদ বুদ্ধিজীবী দিবস।এ দিন বেদনা সিক্ত হ্নদয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বাংলাদেশের মানুষ। যুদ্ধে পরাজয় নিশ্চিত যেনে পাক-হানাদার বাহিনী ও তাদের এদেশিয় দোসররা মহান মুক্তি্যুদ্ধের শেষ দিকে বাঙালী জাতীকে মেধা শুন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে তারা।বেছে বেছে অসংখ্য শিক্ষাবিদ,সাংবাদিক, সাহিত্যক,চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী,দার্শনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মম ভাবে হত্যা ও গুম করে।লাল সবুজের পতাকায় তারা আজীবন বেচে থাকবে বাঙালী জাতীর হ্নদয়ে।