লর্ডস ইনডোর ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ খেলায় মুখোমুখি হয় Freedom Fifty Sporting Events XI এবং BBCCI London Region XI।
BBCCI লন্ডন রিজিওনের পক্ষে খেলায় অংশ নেন সভাপতি মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, ভাইস প্রেসিডেন্ট আরেফিন শুভ, স্পোর্টস সেক্রেটারি আনোয়ার খান, মেম্বারশিপ সেক্রেটারি শুয়েব কবিরসহ সক্রিয় সদস্য আলী হোসেন, এম ডি এম এ খান, খাইরুল ইসলাম বাণী, জুয়েল চৌধুরী, জামাল উদ্দিন, আবদাল উল্লাহ ও ডক্টর কাউসার হক।
অন্যদিকে Freedom Fifty Sporting Team-এর হয়ে মাঠে নামেন ডক্টর জাকির খান, এশিয়ান ক্বারী অ্যাওয়ার্ডের চেয়ারম্যান ইয়ায়র খান, আহবাব হোসেন, মতিনুজ্জামান, এম এ কাইয়ুম, সিরাজ মিয়া, রুকন, ইকবাল হোসেন, জুয়েল জামান, মুস্তাক বাবুল, মোস্তফা শাহরুর, মাসুক বক্স, নাজরুল, সেলিম আহমেদ, এম এ কাইয়ুম আচাওর ও আলী।
দুই দলের প্রাণবন্ত পারফরম্যান্সে ম্যাচটি ছিল উপভোগ্য ও বন্ধুত্বপূর্ণ। খেলা ঘিরে প্রবাসী ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিও ছিলো উল্লেখযোগ্য। করতালির মধ্য দিয়ে তারা খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন।
আয়োজকদের মতে, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, বন্ধুত্ব ও ক্রীড়া সংস্কৃতির প্রসার ঘটানোই এ ধরনের আয়োজনের প্রধান উদ্দেশ্য।