লন্ডনে গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের ডেগেনহামে ‘গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৩০ জুন সোমবার সন্ধ্যায় ডেগেনহামের Mirravale Events & Catering হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, উদ্যোক্তা, কমিউনিটি লিডার ও বিশিষ্টজনেরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড-এর সিইও মোহাম্মদ আকতারুজ্জামান এবং ম্যানেজিং ডিরেক্টর সামছুজ্জামান শামন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরাভেল ইভেন্টস অ্যান্ড ক্যাটারিং হলের ম্যানেজিং ডিরেক্টর আলী আহমেদ।
তামান্না মিয়া, সাবিয়া খাতুন ও আরাফাত জামান এর প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পোর্টিং ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট সাগির বকস ফারুক, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন-এর সেক্রেটারি মিঠু চৌধুরী, গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস-এর অ্যাম্বাসেডর কাউন্সিলর আতিকুল হক, ডিরেক্টর ও উপস্থাপক ড. জাকির খান, বিবিসিসিআই ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ড. শাহানুর খান, কাউন্সিলর নাজ ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম বাসন ও বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল মিয়া।
বক্তারা বলেন, গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা বিভিন্ন পেশা ও খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করবে।
এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর ২০২৫ লন্ডনে বিজনেস, উইমেন, এন্টারপ্রেনারশিপ, লিডারশিপ এবং গ্লোবাল ক্যাটাগরি সহ বিভিন্ন বিভাগে এওয়ার্ড প্রদান করা হবে। এতে অনলাইনের মাধ্যমে যে কেউ আবেদন করতে পারবেন।
সিইও মোহাম্মদ আকতারুজ্জামান বলেন, “এই স্মরণীয় ইভেন্টের মাধ্যমে গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য হলো বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করা এবং তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া। যারা আমাদের পাশে ছিলেন—পরিবার, বন্ধু, সমর্থক, মিডিয়া—সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”