লন্ডনের ব্রীক লেইন মসজিদে বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী সাহেবের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমার ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ভূমি দাতা বিশিষ্ট দানবীর জনাব মিম্বর আলী সাহেবের বড় ভাই, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব লিয়াকত আলী সাহেবের স্মরণে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই মাহফিলটি ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টিবৃন্দের উদ্যোগে আজ বাদ আছর লন্ডনের ঐতিহাসিক ব্রীক লেইন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন দারুল হাদীস লতিফিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দিস এবং ব্রীক লেইন মসজিদের খতিব হজরত মাওলানা নজরুল ইসলাম সাহেব।
উক্ত মাহফিলে মরহুম লিয়াকত আলী সাহেবের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সকল মুসলিম মুর্দেগান ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন:
আখলাকুর রহমান লুকু, ট্রাস্টি, ইউনিভার্সাল আইডিয়াল কলেজ
নাসীর উদ্দিন, ট্রাস্টি
কাউন্সিলার নওশাদ আলী, ট্রাস্টি
শাহান চৌধুরী, ট্রাস্টি
আব্দুর রশিদ বাবুল, ট্রাস্টি
শাহাব উদ্দিন, এবং লন্ডনের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন মুহূর্ত, যেখানে লিয়াকত আলী সাহেবের সমাজসেবামূলক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। উপস্থিত সবাই তার আত্মার মাগফিরাত কামনায় হৃদয় থেকে দোয়া করেন।