লক্ষ্মীপুরে ফসলি জমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও গাড়ির ফিটনেস সনদ না থাকায় ৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন-মো. ফয়সাল, আরিফ হোসেন ও সবুজ।
রোববার (১২ জানুয়ারি) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অর্থ-দণ্ডপ্রাপ্ত ফারুক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রাম ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নতুন তেওয়ারীগঞ্জ বাজার এলাকায় ইউএনও জামশেদ আলম রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ফারুক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ছাড়া গণপরিবহণ-মোটরযান চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইনে ফয়সালকে ১০ হাজার, সবুজকে ১০ হাজার ও আরিফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ফয়সাল ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের নেছার আহমেদের ছেলে, আরিফ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের রফিক উল্যার ছেলে ও সবুজ একই এলাকার মুন্সি মিয়ার ছেলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা সোনালীনিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।