র্যাবের যৌথ অভিযানে সিরাজগঞ্জের হত্যা মামলার পলাতক আসামি গাজীপুর হতে গ্রেফতার

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৭)কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি হৃদয়কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও র্যাব-১২, সিরাজগঞ্জ অপস্ অফিসার মোঃ উসমান গণি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ০৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সদর কোম্পানি এবং র্যাব-০১, সিপিএসসি গাজীপুরের যৌথ আভিযানিক দল গাজীপুর মেট্রোপলিটন গাছা থানাধীন মালেকেরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি মোঃ হৃদয়কে (১৯) গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলা সূত্র জানায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার নাজমুল চত্বর সংলগ্ন ক্রিয়েটিভ স্কুলের সামনে পূর্বপরিকল্পিতভাবে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. রেজাউল করিম সিরাজগঞ্জ সদর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ হৃদয় (১৯) সিরাজগঞ্জ পৌর ধানবান্ধি পানির ট্যাংক এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উক্ত হত্যা মামলার পলাতক ছিলেন বলে জানায় র্যাব। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।























