London ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ: শনিবার হবে শান্তি মিছিল শান্তি সমাবেশে অংশ নিতে মেয়র লুৎফর রহমান ও ড. গ্লিন রবিনসের আহবান পটুয়াখালীতে শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোরের কারাদণ্ড নানিয়ারচর জোনের তত্ত্বাবধানে বাকছড়ি ও জাহানাতলীতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত আনোয়ারা সাব রেজিস্ট্রার এর দুর্নীতির বিরুদ্ধে দলিল লিখক সমিতির লাগাতার কলম বিরতি পুঠিয়ায় সাংবাদিকে হত্যার হুমকি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ঢাকায় গ্রেফতার কালিয়াকৈর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছুটে চলেছেন ৫নং ওয়ার্ডের অঙ্গসংগঠনের সকল নেতা বৃন্দ নওগাঁর রাণীনগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত চারঘাটে ডোবা থেকে যুবকের লা’শ উদ্ধার কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যুর অভিযোগ

রুপোলি দুনিয়ায় শ্যামলা সুন্দরীরা কোথায়! কুম্ভের মোনালিসার সৌন্দর্য নিয়ে কী বললেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক:

মহাকুম্ভের মালা বিক্রেতা মোনালিসার রূপে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। এ-ও শোনা যাচ্ছে, বলিউড থেকে নাকি প্রস্তাব এসেছে ষোড়শী সুন্দরীর কাছে!

শ্যামলা গায়ের রং, বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি। মহাকুম্ভের মালা বিক্রেতা মোনালিসার রূপে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। এ-ও শোনা যাচ্ছে, বলিউড থেকে নাকি প্রস্তাব এসেছে ষোড়শী সুন্দরীর কাছে। এ বার কঙ্গনা রনৌতও করলেন মোনালিসার সৌন্দর্যের তারিফ। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাবের কথাও বললেন অভিনেত্রী। এই প্রসঙ্গে দীপিকা পাডুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।

মোনালিসার একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন কঙ্গনা। তার সঙ্গে অভিনেত্রী লেখেন, “নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছে মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যে ভাবে ওকে হেনস্থা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপোলি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? এক সময়ে অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?”

একটা সময়ে গায়ের রং শ্যামলা হলেও, কয়েক জন অভিনেত্রী প্রসাধনীর মাধ্যমে আজ ফর্সা হয়ে উঠেছে। কিন্তু তাঁদের মুখের মধ্যে আগের ঔজ্জ্বল্য নেই। মনে করেন অভিনেত্রী। তাই কঙ্গনার প্রশ্ন, “মোনালিসাকে যে ভাবে গ্রহণ করা হল, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?”

উল্লেখ্য, ইতিমধ্যেই শোনা গিয়েছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। কিন্তু মোনালিসার নাকি শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দার সামনে সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তাঁর সৌন্দর্যের কাছে নাকি ফিকে হয়ে যাচ্ছিলেন সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
৬৯
Translate »

রুপোলি দুনিয়ায় শ্যামলা সুন্দরীরা কোথায়! কুম্ভের মোনালিসার সৌন্দর্য নিয়ে কী বললেন কঙ্গনা?

আপডেট : ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

মহাকুম্ভের মালা বিক্রেতা মোনালিসার রূপে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। এ-ও শোনা যাচ্ছে, বলিউড থেকে নাকি প্রস্তাব এসেছে ষোড়শী সুন্দরীর কাছে!

শ্যামলা গায়ের রং, বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি। মহাকুম্ভের মালা বিক্রেতা মোনালিসার রূপে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। এ-ও শোনা যাচ্ছে, বলিউড থেকে নাকি প্রস্তাব এসেছে ষোড়শী সুন্দরীর কাছে। এ বার কঙ্গনা রনৌতও করলেন মোনালিসার সৌন্দর্যের তারিফ। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাবের কথাও বললেন অভিনেত্রী। এই প্রসঙ্গে দীপিকা পাডুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।

মোনালিসার একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন কঙ্গনা। তার সঙ্গে অভিনেত্রী লেখেন, “নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছে মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যে ভাবে ওকে হেনস্থা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপোলি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? এক সময়ে অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?”

একটা সময়ে গায়ের রং শ্যামলা হলেও, কয়েক জন অভিনেত্রী প্রসাধনীর মাধ্যমে আজ ফর্সা হয়ে উঠেছে। কিন্তু তাঁদের মুখের মধ্যে আগের ঔজ্জ্বল্য নেই। মনে করেন অভিনেত্রী। তাই কঙ্গনার প্রশ্ন, “মোনালিসাকে যে ভাবে গ্রহণ করা হল, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?”

উল্লেখ্য, ইতিমধ্যেই শোনা গিয়েছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। কিন্তু মোনালিসার নাকি শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দার সামনে সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তাঁর সৌন্দর্যের কাছে নাকি ফিকে হয়ে যাচ্ছিলেন সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।