গোল পেয়েছেন রিয়াল তারকা এমবাপ্পেএএফপি
৪৮ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এরপর ফল কী হতে পারে তা সহজেই অনুমেয়। ভুল। ফুটবল এত সহজ হলে তো হতোই। তাহলে তো আর দ্বিতীয়ার্ধের শেষ ১০ মিনিটের খেলা দেখে মনে হতো না রিয়ালকে ভয় ধরিয়ে দিয়েছিল আলাভেস। ৮৫ এবং ৮৬ মিনিটে দুই গোল করে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পয়েন্ট কেড়ে নেওয়ার স্বপ্নও দেখতে শুরু করেছিল দলটি।
শেষ পর্যন্ত অবশ্য তা আর হয়নি। ৩-২ গোলের জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ের মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আনচেলত্তি। লা লিগায় প্রায় এক বছর আগে আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরেছিল রিয়াল। আর ইতালিয়ান কোচ আনচেলত্তি এই পথে ভেঙেছেন রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমায়েক্সার টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
এনদ্রিকের ঘটনায় লাল কার্ড দেখা উচিত ছিল। শেষ ১০ মিনিটে একজন অতিরিক্ত নিয়ে খেলা উচিত ছিল আমাদের।
লুইস গার্সিয়া প্লাজা, আলাভেস কোচ
আলাভেজের বিপক্ষে এই ম্যাচ দিয়ে রিয়াল কোচ হিসেবে ৩০০তম ম্যাচের মাইলফলকও ছুঁলেন আনচেলত্তি। মিগুয়েল মুনোজের পর রিয়ালের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে মাইলফলকটির দেখা পেলেন আনচেলত্তি।
ম্যাচের বেশির ভাগ সময় রিয়ালই আধিপত্য বিস্তার করে খেলেছে। আর গোলের শুরুও করেছে ১ মিনিটের মাথায়। ফেদে ভালভের্দের লম্বা পাস ধরে লুকাস ভাসকেজকে গোলের বল বানিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। জোরালো শটে গোল করতে অসুবিধা হয়নি ভাসকেজের। ২২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করলেও অফ সাইডের কারণে বাতিল হয়।
লা লিগায় দারুণ এক রেকর্ডই গড়েছেন রিয়াল কোচ আনচেলত্তিএএফপি
১৮ মিনিট পরে অবশ্য জুড বেলিংহামের সঙ্গে ওয়ান-টু খেলে ঠিকই গোল আদায় করে নেন রিয়ালের এই ফরাসি ফরোয়ার্ড। লিগে এটি তাঁর ৫ম গোল। বিরতির পর প্রতি আক্রমণ থেকে আলাভেস গোলকিপার আন্তনিও সিভেরার দুই পায়ের ফাঁক গলে রদ্রিগো গোল করার পর মনে হয়েছিল সহজই জয়ই পেতে যাচ্ছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কিন্তু রিয়ালের বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে দুই মিনিটে দুটি গোল পেয়েছে আলাভেস। ৮৫ মিনিটে বক্সের মাথা থেকে বাঁকানো শটে গোল করেন আলাভেসের মিডফিল্ডার কার্লোস ভেনাভিয়েজ। পরের মিনিটে তাঁর পাস থেকে গোল করেন এনরিক গার্সিয়া।
জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘এটাই ফুটবল। ভাবতে পারেন, খেলায় জয় নিশ্চিত হয়ে গেছে কিন্তু তারপর প্রতিপক্ষ একটি গোল করে আত্মবিশ্বাস পেয়ে গেল এবং জিতেও গেল। এটাই ঘটে ফুটবলে। অবশ্যই আমরা চাই না এটা ঘটুক। কিন্তু এমন কিছু হতেই পারে।’
৬৯ মিনিটে রদ্রিগোর বদলি হয়ে নামা রিয়ালের আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনদ্রিক লাল কার্ড দেখা থেকে বেঁচে গেছেন। ৮৩ মিনিটে আলাভেস ডিফেন্ডার সান্তিয়াগো মৌরিনিকে ‘অব দ্য বল (বল ছাড়া)’ চ্যালেঞ্জে হাঁটু দিয়ে গুঁতো মেরেছেন। তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।
কিন্তু আলাভেস কোচ লুইস গার্সিয়া প্লাজা রেফারির এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। ম্যাচ শেষে বলেছেন, ‘এনদ্রিকের ঘটনায় লাল কার্ড দেখা উচিত ছিল। শেষ ১০ মিনিটে একজন অতিরিক্ত নিয়ে খেলা উচিত ছিল আমাদের। অন্য কিছু না এটা লাল কার্ডই ছিল। আমি এটা নিয়ে আর কথা বলব না।’ এনদ্রিক শুধু বিতর্কই তৈরি করেননি এই ম্যাচে, একটি শট আলাভেসের পোস্টেও মেরেছেন।
৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাথলেটিক বিলবাও।